শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নে আজ বিকাল ৩টায় এক সাধারণ দোকানদার মানুষ হয়েও গরীব অসহায় দারিদ্র্য পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তথ্যসূত্রে জানতে পারি, নালিতাবাড়ীর উপজেলার পোড়াগাও ইউনিয়নের সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধার সন্তান।ছোটখাটো হোটেল ব্যবসায়ী শামছুল হক তার নিজ উদ্যোগে ব্যক্তিগত ভাবে ৩কেজি আটা, ১কেজি ছুলা বোট, ১কেজি আলু ও আদা কেজি পেয়াজ একশ পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণ করেন। তার নিজ দোকানেই এসব ভোগ্যপণ্য বিতরণ করেন তিনি।
এ খবর পোড়াগাও ইউনিয়ন চেয়ারম্যান হাজি আজাদ মিয়া পেয়ে বিতরণ স্থানে গিয়ে তাকে ধন্যবাদ জানান,খবর পেয়ে সমশ্চুরা গ্রামের ইঞ্জিনিয়ার হাবিব,অবসর সৈনিক ইদ্রিস আলী,বারো মারির কৃষক নেতা আবুশাইদ সহ অন্যান্য এলাকার লোক বিতরণ স্থানে গিয়ে তাকে ধন্যবাদ ও উৎসাহ প্রদান করেন।