দেশের এই ক্রান্তিলগ্নে বগুড়া. শিবগঞ্জ. মাঝিহট্ট ইউনিয়ন. ৫নং ওয়ার্ডের দামগাড়া কারিগর পাড়ায় স্বপ্নছায়া সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে দেওয়া হয় ঈদ বস্ত্র !
বগুড়ার দুই কৃতি সন্তান স্বপ্নছায়া সামাজিক সংগঠনের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ও মোঃ মতিয়ার রহমানের মাধ্যমে গরিবদের এই উপহার পৌঁছে দেওয়া হয় তাদের হাতে!
স্বপ্নছায়া সংগঠনের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের সহ-সভাপতি মতিয়ারের পিতা মোঃ ইলিয়াস শেখ ।স্বপ্নছায়া সংগঠন উনার মাধ্যমে পরবর্তীতে আরও প্রোগ্রাম বগুড়ায় করবেন বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ অপু।
তিনি আরো জানিয়েছেন মূলত স্বপ্নছায়া সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতরে আরো অনেক বড় কার্যক্রম বাস্তবায়নের পথে ।আর তা হচ্ছে নরসিংদীতে ১৫০ টি পরিবার ও খুলনা শাখায় ১৫০টি পরিবারে ২৭শে রমজানে প্রায় ২লক্ষ্য ৫০+ হাজার টাকার খাদ্য সামগ্রি বিতরন করা হবে। এ বিষয়ে খুলনা শাখার প্রধান পরিচালক মাসুম বিল্লাল পলাশ ও আমাদেরকে নিশ্চিত করেছেন।