শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার ছাত্রলীগের কর্মীরা করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত খুজে খুজে গরীব অসহায় দারিদ্র্য মানুষের ধান কেটে দিচ্ছেন।তেমনি আজ সোমবার গারো পাহাড় সমশ্চুরা এলাকায় এক অসহায় দারিদ্র্য মানুষ বিধবা নারী বেহোলা বেগমের ধান কেটে দিলেন ছাত্রলীগ।
আজও থেমে ছিলনা ছাত্রলীগের ধান কাটা।একজন অসুস্থ ছাত্রলীগ কর্মী সহ শেরপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় ধারাবাহিক ভাবে ধান কাটা কর্মসূচির অংশ নেন নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের কিছু কর্মীরা।
সিনিয়র ছাত্রনেতা গোলাম মাওলা এর নেতৃত্বে গারো পাহাড়ের শেষ সীমান্তে পোঁড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া গ্রামে আজকে হতদরিদ্র বিধবা নারী বেহুলা বেগমের ৭৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়। ইউনিয়ন ছাত্রলীগের কর্মীর মধ্যে গোলাম মাওলা, হাফিজুর রহমান,মুক্তার হোসেন,সুমন মিয়া,আসিফ মিয়া,মনির হোসেন,হুরমুজ,আরিফ হোসেন মিয়া সহ একজন অসুস্থ শরীরে ফয়সাল মিয়া এই ধান কাটায় অংশ নেয়।
ছাত্রলীগের নেতা গোলাম মাওলা বলেন,আমাদের এই ধান কাটা নালিতাবাড়ী কমিটির সমন্বয়ে দারিদ্র্য প্রান্তিক কৃষকদের ধান কেটে দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি,আজ আমাদের মাঝে একজন অসুস্থ শরীর নিয়ে ধান কাটার জন্য আসে এক ছাত্রলীগ কর্মী ফয়সাল,তবে তাকে সামান্য কিছু ধান কাটার পর তাকে রেস্ট এ রেখেছি।
অসুস্থ ছাত্রলীগ ফয়সাল মিয়া বলেন,আমি অসুস্থ শরীর নিয়ে ধান কাটার জন্য আসি কিন্তু তারা আমার শরীর দেখে বসে থাকতে বলে ও আমি সবাইকে ধান কাটতে উৎসাহ প্রদান করি।আর বিধবা মহিলাটি তার ধান কেটে দেওয়ায় অতি আবেগে দেশের সকল মানুষ এমন হওয়ার দোয়া করেন আল্লাহ মালিকের কাছে।