মানবসভ্যতার এক নতুন ট্র্যাজেডিতে পরিণত হয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর বিশাল মৃত্যু মিছিলে যুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ। আমরা জানি, আমাদের রয়েছে অসংখ্য সীমাবদ্ধতা আর প্রয়োজন আতঙ্কিত না হয়ে সচেতনতার।
অপরাধ.কম আমাদের পরিবার। আপনি, আমি, আমরা সেই পরিবারেরই অংশ। এই মহামারীতে আমাদের পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা প্রত্যাশা করি না। কিন্তু ভুলে গেলেও চলবে না আমরা সংবাদকর্মী, আপনার সংবাদের অপেক্ষায় থাকে অসংখ্য সাধারণ মানুষ। তাদের সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া আপনারই দায়িত্ব।
জানেন তো, আপনার লেখা সত্য সংবাদের অপেক্ষায় মানুষ, তাদেরকে নিশ্চয়ই আপনার কলম বঞ্চিত করবে না। বিপর্যয় অবশ্যই এবং অবশ্যই একদিন কাটিয়ে উঠবো আমরা।
সকলের সুস্থতা কামনায়,
মেহেরাবুল ইসলাম সৌদিপ
অপরাধ.কম