সমুদ্র সৈকত কুয়াকাটার একটি আবাসিক হোটেলের রুম থেকে রিসিতা নামের এক জন তরুণীর মৃতদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।
০৩ মার্চ মঙ্গলবার সকালের দিকে কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইনের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। তবে তার স্বামী পরিচয়কারী আবদুর রাজ্জাক পলাতক রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান জানান, ভোরে হোটেল হলিডে ইনের রুম থেকে রিসিতা নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
তিনি আরও বলেন, ওই হোটেলের এনট্রির খাতা থেকে রিসিতা নাম জানা গেছে। সেখানে তার স্বামী পরিচয় দেয়া হয়েছে আবদুর রাজ্জাক। কিন্তু সকাল থেকে রাজ্জাক নামক ব্যক্তি পলাতক থাকায় পুরো বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃতদেহের পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চলছে।