বাস্তবতা এবং ভালবাসা দুটি বিষয়ে ভারসাম্য রেখে যেকোনো সিদ্ধান্ত নিতে হয়।আমি মনে করি জীবন খুব কঠিন। আবেগ দিয়ে জীবন চলে না।এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জীবনকে দুর্বিষহ করে তোলে।বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন অপরিহার্য।
কোন নারী যদি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকে তার জীবন কতোটা কঠিন হয়, কতটা সংগ্রাম করতে হয় তা আমার মায়ের জীবন থেকে শিক্ষা পেয়েছি। নিজেও প্রতিনিয়ত খুব ভাল বাস্তবতা বুঝতে পারছি।
আবেগ এবং ভালবাসা এক নয়।দুটি বিষয়কে বাস্তবতা দিয়ে মূল্যায়ন করতে হয়।আবেগপ্রবণ হয়ে যেকোনো একটি সিদ্ধান্ত নিয়ে ভুল করলে সারাজীবনের কান্নার কারণ হতে পারে।
আমি চাই এদেশের প্রতিটি নারী স্বাবলম্বী হোক।অর্থ উপার্জন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না।সেজন্য নিজেকে গড়ে তুলতে হবে প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে। নিজের প্রতিভার বিকাশ ঘটাতে হবে।
প্রতিটি নারী ও শিশু নিরাপদ থাকুক।
লেখক:
সাবিনা ইয়াসমিন মাধবী,
উন্নয়ন কর্মী।