প্রাণঘাতী করোনাভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন ৫১০ জন ইজিবাইক ও থ্রিহুইলার মাহেন্দ্রা চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী মফিজ উদ্দিন বালক বিদ্যালয় মাঠে সামাজিক সুরক্ষা বজায় রেখে প্রধানমন্ত্রী পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন চালকদের মাঝে এ খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।
প্রত্যেক চালককে ১০ কেজি করে চাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়রম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ট্যাগ অফিসার মোঃ হারুন অর রশিদ, নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তার চাল উপজেলার ৫১০ জন ইজিবাইক ও থ্রিহুইলার মাহেন্দ্রা চালকদের মধ্যে জনপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।