পবিত্র মাহে রমজানের প্রথম দিন শনিবার বগুড়া সদরের সেউজগাড়ীসহ আশেপাশের এলাকায় কর্মহীন ও অসহায় ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
করোনায় মানুষ কর্মহীন তাদের ঘরে ইফতারী পন্য নিজ উদ্যোগে পৌঁছে দেন অাব্দুর রউফ। অসহায় মানুষেদের খুঁজে খুঁজে ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন৷
এ বিষয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, মানুষকে ঘরে রাখার চেষ্টা করছি পাশাপাশি হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত করোনা মোকাবেলায় সকল কার্যক্রম আমরা সফল করার প্রত্যয় নিয়েছি।