ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাঁকজমকপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) প্রথমবারের মতো গণিত বিভাগের উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে।
দিবসটি উদযাপন উপলক্ষে এ দিন দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যারলি বের করা হয়। র্যাইলিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের পাদদেশ হয়ে বিভাগের সামনে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সজিব আলী, সহযোগী অধ্যাপক ড. অতিশ কুমার জোয়ারদার ও সহযোগী অধ্যাপক আব্দুল আল মোহিত সহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভার কর্মসূচি থাকলেও করোনা থেকে বাঁচতে তা বাতিল করা হয়।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে ১৪ মার্চ আন্তর্জাতিক ‘পাই’ দিবস পালিত হলেও প্রথমবারের মত এ দিনটিকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হচ্ছে। গত বছর ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০তম বার্ষিক সভায় ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।