মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার অন্তর্গত হাজী আবু বকর সিদ্দীক আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনাড়ম্বর ভাবে পালিত হয় জাতীয় শিশু দিবস এবং মেধাবীদের মাঝে জেলা পরিষদ বৃত্তি প্রদান করা হয়।
জানা যায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এবং উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আবু বকর সিদ্দীক। আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ সদস্য আলী আহমদ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিরোদ রঞ্জন রায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধু সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ জীবনে ফুটিয়ে তোলার কথা বলেন ।
বিদ্যালয় সূত্রে আরো জানা যায়, প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ বৃত্তি প্রদান করা হয়। এ বছর বিভিন্ন শ্রেণীর মোট ১২ জন এ বৃত্তি লাভ করে। অতিথীগণ শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
আরো জানা যায়, করোনা সংক্রমণ এড়াতে গণ জমায়েত নিষিদ্ধ থাকায় অতি অল্প সময়ের মধ্যে সমস্ত প্রোগ্রাম সমাপ্ত করে দেওয়া হয়।