উপজেলা পর্যায়ে দু’দিনব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় পর্যায়ের বির্তক প্রতিযোগিতা 2020 অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই এর সহযোগিতায়, উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্ষে বুধবার সকাল দশটায় প্রতিযোগিতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা বি এম হাই স্কুল প্রতিযোগিরা হল শিক্ষার্থী জেবা ফারিয়া, রুবাইয়া, তাবাসসুম ছোহা দিব্ব অধিকারী প্রমুখ।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, জাগ্রত ঝিকরগাছা সংস্থার পরিচালক মাহবুব শাহরিয়ার হোসাইন, তরুণ উদ্যোক্তা সাইদ হাফিজ, সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদ।