আজ সকাল ৯টা থেকে উৎসবমূখর পরিবেশে গাইবান্ধা – ৩ (সাদুল্যাপুর- পলাশবাড়ি) আসনে ভোট গ্রহন শুরু হয়েছে।বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি ভোট কেন্দ্রে নারী/পুরুষ ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।
জাতীয় সংসদের উপ-নির্বাচন ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা রিটানিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ আনসার বাহিনী সদস্যদের পাশাপাশি পর্যাপ্ত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিযোগ দেওয়া হয়েছে।
এছাড়া বিজিবি সদস্যরা ও ম্যাজিষ্ট্রেট গণ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে টহল দিচ্ছে। জেলা প্রশাসক মো.আব্দুল মতিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জানান, ভোট সুষ্ঠ ভাবে চলছে।
এ সময় পুলিশ সুপার তৌহিদুল ইসলাম তার সাথে ছিলেন। এদিকে আজ সকাল ৯টায় আওয়ামী লীগ প্রার্থী এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি, গাইবান্ধার পলাশবাড়ি টাউন হলে ভোট কেন্দ্রে, জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি আলদাতপুর ভোট কেন্দ্রে ও জাতীয় পার্টি প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। প্রার্থীরা জানান ভোট সুষ্ট শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্টিত হচ্ছে।
এ নির্বাচনে গাইবান্ধা – ৩ আসনে বিভিন্ন দল ও প্রার্থী হিসেবে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১৩২ টি ভোট কেন্দ্রে মোট ৪ লাখ ৩৫ হাজার ২শ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ১২হাজার৬শ ৩৮জন ও মহিলা ভোটার ২লাখ ২২ হাজার ৫শ ৭৩ জন রয়েছে। এসব কেন্দ্র ১৩২ জন প্রিজাইডিং অফিসার, ৭ শ ৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৫ শ ৭২ জন পোলিং অফিসার ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন।