মৌলভীবাজারের কমলগঞ্জে নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় ভানুগাছ চৌমুহনীতে খেলাফত মজলিস কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক মাও. ছদরুল ইসলাম মাছুমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাও. নুরুল মোত্তাকিম জুনাইদ, কমলগঞ্জ উপজেলা সহ-সভাপতি ক্বারী মো. আলাউদ্দিন, মাও. মো. আব্দুর রহীম, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন কয়ছর, যুগ্ম-সম্পাদক মাও. হোসাইন আহমদ খালেদ, জেলা ছাত্র মজলিসের বায়তুল মাল সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।