বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়ানোর আশঙ্কায় সব সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর আগামী ১৮ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত সকল প্রকার ক্লাস, পরীক্ষা কার্যক্রম ও হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসন।
আজ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ১৭.০৩.২০২০ খ্রি. তারিখ হতে ৩১.০৩.২০২০ খ্রি. তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বিধায় ১৭.০৩.২০২০খ্রি. তারিখ হতে ৩১.০৩.২০২০খ্রি. তারিখ পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও হল সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে”।
উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার (১৭ই মার্চ) বিকাল ৫ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া একাডেমিক ও প্রশাসনিক অফিস সহ সকল অফিসসমূহ খোলা থাকবে।