করোনা উপসর্গ নিয়ে মোসলেম উদ্দিন বিশ্বাস ওরফে শুটকে (৪২) নামে ঢাকায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি র একজনের মৃত্যু একজন মারা গেছে।
সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। ২১শে এপ্রিল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নারুয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, মোসলেম উদ্দিন বিশ্বাস নারায়নগঞ্জের বাসায় থাকতো। কোন কাজ কর্ম করতো না। মঙ্গলবার স্বর্দি, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২২শে এপ্রিল বুধবার সকাল ১১টায় রাজবাড়ীতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, বুধবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার লাশ গ্রামের বাড়ীতে দাফন করা হবে।