মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে শনিবার সামাজিক দূরুত্ব বজায় রেখে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দী কর্মহীন ৩শত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবার ১০ কেজি চাল ও ৫০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, টেংরা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান মোঃ টিপু খান, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারবৃন্দ, সংশ্লিষ্ট ইউপি সদস্য বৃন্দ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।