শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে যুবদল ও অঙ্গসংগঠনের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২মে) সকাল ১০টায় জয়নগর হিলফুল ফুযুল যুব সংঘে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফফার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব জিএম সোলাইমান কবির।
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশেক এলাহী মুন্না, উপজেলা যুবদের সভাপতি আজিজুর রহমান আজিবর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব জিএম সোলাইমান কবির জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা দুর্যোগে কর্মহীন দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে এই কার্যক্রম আরও প্রসারিত করে অব্যাহত রাখা হবে।
এসময় ৪শত ব্যক্তির মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।