মানিকগঞ্জ আখি আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে মোঃ শাহাদৎ হোসেন ওরফে সাধু নামের এক ব্যাক্তি কে মৃত্যুদন্ড আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
বুধবার(১৮ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসেন ১৫ জন স্বাক্ষগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন।
মামলার এজাহার সূত্রে জানা য়ায়, ২০১৮ সালের ২০ অক্টোবর আখি আক্তারকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামে নানার বাড়িতে পৌছে দেওয়া জন্য নিয়ে যায় শাহাদৎ হোসেন ওরফ সাধু। উপজেলার শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত ডিপ টিউবয়েল ঘরে নিয়ে আখি আক্তারকে ধর্ষণ করে, পরে শ্বাসরোধ করে হত্যা করে। লাশ গুমকরার করার জন্য পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়।
২০১৯ সালের ২৪ জানুয়ারী দৌলতপুর থানা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।