শ্রেণিকক্ষ সঙ্কটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (২ মার্চ) সকাল থেকে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, সেমিনার কক্ষসহ ল্যাব সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যাত্রা শুরু করে। যাত্রা শুরুর এক বছর পর বিভাগটি ১টি মাত্র শ্রেণিকক্ষ পায়৷এরপর থেকে প্রতিবছর ওই বিভাগে শিক্ষক-শিক্ষার্থী বাড়লেও সে অনুপাতে বাড়েনি শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, ল্যাবসহ অন্যান্য সুযোগ-সুবিধা। ফলে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রম প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে,গাদাগাদি করে পড়তে হচ্ছে বলে জানায় শিক্ষার্থীরা।
গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়া হয়।