কুমিল্লায় যথাযোগ্য মর্যাদার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। সকালে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এর পর শ্রদ্ধা জানান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরার (অবঃ) অাবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমূখ ।