কেশবপুরে করােনা ভাইরাস প্রতিকুলতার ভীতরে কিছু অসাধু ব্যাবসায়ীকে বৃহস্পতিবার সকালে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরুফা সুলতানা জরিমানা করেন ।
বাজার পরিদর্শন কালে গােপন সংবাদের ভিত্তিতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে শহরের পাইকারি পেঁয়াজ ব্যাবসায়ি ” জিয়া বানিজ্য “ভাণ্ডারে অভিযান পরিচালনা করেন এবং তার সত্যতা পান।
এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জিয়া বানিজ্য ভান্ডারকে দশ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এধরনের কাজ না করার জন্য সবধান করে দেন ।
এদিকে কেশবপুর উপজেলার চিংড়া বাজারে গার্মেন্টস খােলার অপরাধে এক ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, কেউ যদি অকারণে কোন পণ্যের দাম বাড়ায় সেক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।