এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে সব মুসলমানের মাঝে। নতুন নতুন জামা-কাপড় পরিধান করা, ঈদের দিনের ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষা ঐক্য মানবতা, ‘ঈদের আনন্দ ভাগাভাগি হোক গরিব-দুঃখী সবার মাঝে’ এই মূলমন্ত্রে প্রতি বছরের ন্যায় এবছর ও কৌলা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে দেশি প্রবাসীদের অর্থায়নে এলাকার ৩৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়ীতে গিয়ে বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো , চিনি, সেমাই, তেল, ময়দা ।
২৪ মে, রবিবার ইফতারের পর কৌলা ক্রিকেট ক্লাবের অস্হায়ী কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌলা ক্রিকেট ক্লাবের সভাপতি নাজমুল আলম। কৌলা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশীদ রনি , অর্থ সম্পাদক নজরুল ইসলাম, জুবায়ের আহমদ জুবেল প্রমু কৌলা ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাঈল হোসেন বলেন অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে।
কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও।
কৌলা ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ নুর বলেন কৌলা ক্রিকেট ক্লাব যে আশোজন করেছে তাদের এই আয়োজনকে ধন্যবাদ জানাই।এবং সবাইকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের কৌলা ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের সব সময় থাকবে।
সংগঠনের সভাপতি নাজমুল আলম/ সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল এাকত্বতা পোষন করে বলেন বমরা যতদিন বেচে থাকবো আমাদের এরকম আয়োজন অভ্যাহ থাকবে ইনশাআল্লাহ।