গলাচিপার রাঙ্গাবালীতে লকডাউন অমান্য করে গ্রামবাসীরা ক্রিকেট খেললে, দু’পহ্মের মধ্যে রক্তহ্ময়ী সংঘর্ষ হয়।
সরেজমিনে জানা যায়, লকডাউন অমান্য করে সেখানকার আমজনতা ক্রিকেট খেলার আয়োজন করে। ক্রিকেটে খেলার মধ্যে এক পর্যায়ে বাক-বিতন্ডার উদ্রেক হয়। এবং দু-পহ্মের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এতে দু-পহ্মের খেলায়াড় সহ আশেপাশের উপস্থিত থাকা মহিলারা ও আহত হয়।
আহত সবাইকে গলাচিপা স্বাস্থ্য কেন্দ্রে ভর্ত করা হয়েছে। মামলার প্রস্হুতি চলছে।