প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুরু হয়েছে দুই দিন ব্যাপী ফ্রেশার্স ডিবেটরস লীগ ২০২০। খুবির একমাত্র বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িকের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১টায় জীবনানন্দদাস একাডেমিক ভবনে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন ডিসিপ্লিনের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রথমে “বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ: স্বপ্ন বনাম বাস্তবতা” শীর্ষক শিরোণামে বক্তব্য রাখেন নৈয়ায়িকের সভাপতি মো. মতিউর রহমান। এরপর সংসদীয় বিতর্কের নিয়ম কানুনের ওপর বক্তব্য রাখের নৈয়ায়িকের সাবেক সভাপতি মো. আরমান ইসলাম।
দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় “না জানি কেনোরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ”। দুইটি ভেন্যুতে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩০ জনের সমন্বয়ে তৈরী করা হয় সংসদীয় বিতর্কের ১০ টি দল। তাদের অংশগ্রহণে আগামীকাল শনিবার একই ভবনে সকাল নয়টা থেকে শুরু হবে বিতর্ক প্রতিযোগিতা এবং বিকেলে চূড়ান্তপর্বের বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।