খুলনার লবনচরা থানাধীন মোজাহিদপাড়া এলাকায় এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে কোন এক সময় তিনি আত্মহত্যা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল খায়ের জানান, মোজাহিদপাড়ায় আজহার আলী শেখ (৭৮) নামে একজন আত্মহত্যা করেছেন। তিনি সোমবার রাতে স্বজনদের সাথে একসাথে রাতের আহার করেন। তিনি পাঁচতলা ভবনের পাঁচতলায় থাকতেন। মঙ্গলবার খুব ভোরে কোন একসময় ছয়তলার সিড়ি ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল ৮টার দিকে তার ছেলেরা সকালের নাস্তা খাবার জন্য ডাকতে গেলে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
ওসি আরও বলেন, মৃত আজহার আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারনা করছে পুলিশ।