আজ খুলনা মেডিকেল কলেজ এর পিসিআর ল্যাবে নয়টি নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ হয়েছে।
এর মধ্যে খুলনার দুইটি, যশোর এর ০৪টি ও সাতক্ষীরার ০৩টি। খুলনার দুই নারী ডুমুরিয়া ও ডুমুরিয়ার সাহাপুর গ্রামের।
এই দুইজনসহ খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮টি।
শনিবার পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৫৩টি ছিল খুলনার।