গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ১৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার পিসিআর ল্যাবে ১০ জন ও কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৫ জন শনাক্ত হয়। এখন খুলনা বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ৪৫৫ জন। এদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত খুলনার ৬ জন হলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মেহেদী হাসান(২০) রাকিব মাহমুদ (২১), রিয়াদ (২০)ও শম্ভু চাদ মন্ডল (৫০)। এছাড়া কয়রা উপজেলার দেয়ারা গ্রামের আনতাবুনিয়া মোঃ তাজমির, বটিয়াঘাটার রিয়াজুল হক । এর মধ্যে বটিয়াঘাটার রিয়াজুল হক পুনরায় পজেটিভ হয়েছে।
খুমেক পিসিআর ল্যাব টেস্টে খুলনার বাইরের ৪ জনের মধ্যে সাতক্ষীরার ৩ জন ও মাগুরার একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।