করোনাভাইরাস সংক্রমণ রোধে খুলনার মহেশ্বরপাশা এলাকায় ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে খুলনা শাখা “স্বপ্নছায়া” নামক একটি সমাজসেবামূলক সংগঠন।
“স্বপ্নছায়া” খুলনা শাখার উদ্যেগে আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় ৩০জন রিক্সা-ভ্যান চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন খুলনা শাখার পরিচালক মো: মাসুম বিল্লাহ পলাশ,ওবায়দুর সেতু, মোস্তাক আহমেদ তুহিন, জান্নাতুন নাঈম, মো:মনিরুল ইসলাম স্যার, অভিজিৎ সরকার, মারুফ হোসেন, মো:মুন, মো:আবির হোসেন, আল আমিন হোসেন, সানজিদা শরীফ, নীরব হোসেন ও মুফতি সেলিম রেজা।
এলাকার অসহায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে খুলনার “স্বপ্নছায়া” সংগঠন সর্বদা তাদের পাশে থাকবে ,খাদ্য সামগ্রী বিতরণকালে পরিচালক মো:মাসুম বিল্লাহ পলাশ এ কথা বলেন।