রংপুরেরগঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব হল রুমে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) হোমায়রা মন্ডল।
কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্প রংপুরের ট্রেনিং কো-অর্ডিনেটর সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ, রাশেদুল কবির, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ পারভীন।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।