র্যাব ৮ সিপিসি-১পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৬ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন গিলাবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী মোঃ আবুল হোসেন (৩৯) পিতাঃ মোঃ আঃ আলী, সাং পূর্ব আলিপুর থানা-দশমিনা কে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে জনসম্মুখে ২০ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি গলাচিপা ও আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামি কে পটুয়াখালীর গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদি হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।