সরকারী নির্দেশনা অনু্যায়ী সারাদেশে ১০ই মে থেকে সল্প পরিসরে দোকানপাট খোলার নির্দেশ থাকলেও মেহেরপুরের গাংনীতে ঘটছে তার ব্যাতিক্রম।
বর্তমানের সারা পৃথিবীর আতংক করোনা ভাইরাস কে উপক্ষা করেই ঈদুল ফিতর কে সামনে রেখে বাজার করার হিড়িক পড়েছে গাংনীতে। মানছে না কেউ স্বাস্থবিধি।
সল্প পরিসরে মার্কেট গুলো খোলা থাকার কথা থাকলেও মার্কেট গুলোর দিকে চেয়ে দেখলেই মনে হয় যেন করোনা আতংক সাধারন মানুষদের কাছে কিছুই নয়। প্রশাসনিক দিক থেকে বার বার মাইকিং করা সহ সচেতন করার না প্রক্রিয়া চললেও কোন কিছুই যেন মানছে না সাধারন মানুষ।
এদিকে আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত আজ গাংনী বাজার গুলো তে অভিযান চালিয়ে সতর্ক করেন সাধারন মানুষদের। দেশের এই ক্রান্তি লগ্নে অতি দ্রুত যদি দোকানপাট মালিক ও সাধারন মানুষদের সচেতন না করে যায় তাহলে ভবিষ্যৎ এ পরিস্থিতি অনেক ভয়াবহতায় রুপ নিবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।