গাজীপুরের জয়দেবপুরে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় আটক তিন।
পুলিশ জানায়, করোনা ভাইরাস (কবিড১৯) এর সংক্রমন ও বিস্তার রোধ কল্পে ঔষধ, কাঁচাবাজার ও খাদ্য দ্রব্যের বন্ধ রাখার সিদ্ধান্ত্বকে পুঁজি করে কতিপয় দুস্কৃতিকারী নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয় ভিতি দেখিয়ে গাজীপুরের জয়দেবপুরের স্থানীয় হাট বাজারে চাঁদাবাজি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে জয়দেবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
এসময় তিনজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন কিশোরগঞ্জের তরাইলের বাদের গ্রামের আবুল কাসেমের ছেলে কাইয়ুম (৪২) ঢাকার লালবাগের আব্দুর রাজ্জাকের ছেলে মনির (২৭) ও বরিশালের গৌরনদীর চাটসির অমলের ছেলে রবিন বিশ্বাস (৩৫)।
গাজীপুরের জয়দেবপুরেরর মনিপুর খাসপাড়া এলাকা থেকে আজ দুপুড়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা পুলিশের দুই সেট ইউনিফর্ম একটি মোবাইল ফোন এবং চাঁদাবাজির ২০,০০০ টাকা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।