করোনা ভাইরাস সারছে থানকুনি পাতার রস খেলে এমনই গুজবে ছেয়ে গেছে উপজেলা।
গত মঙ্গলবার রাত থেকে এমনই এক গুজব ছড়িয়ে পড়েছে যে, চর মোনার পীর সাহেব স্বপ্নে দেখেছেন থানকুনি গাছের পাতার রস খেলে বিশ্বের ভয়ানক কোরনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। সে গুজবের জের ধরে সারা উপজেলা ধরে চলছে থানকুনি গাছের পাতার সন্ধান। যখন বিশ্ব করোনা ভাইরাসের কারণে দারুন ভাবে বিপাকে তখন বিভিন্ন সোশাল মিডিয়ায় এমন অবাক করা গুজবে গ্রামের সহজ সরল মানুষ কাজ কর্ম বাদ রেখে থানকুনি পাতার রস পান করার প্রতিযোগীতায় নেমেছে।
খোঁজ নিয়ে জানা যায় কেউ কেউ ফোনের মাধ্যমে তার নিকট আত্নীয় স্বজনের কাছে সংবাদ টি পৌঁছে দিচ্ছে, নাম প্রকাশ না করার শর্তে অনেকে প্রতিবেদককে জানান আজ থেকে ১০ -১২ বছর আগে হঠাৎ গুজব উঠেছিল বাঁশের কুন্চির রস পান করলে সকল রোগ নিরাময়ক হবে।সেদিন এমনি ভাবে রাত ভর চলে ছিলো কুন্চির রস পান করার প্রতিযোগিতা।
ঠিক তেমনি যখন বিশ্বের মানুষ করোনা ভাইরাসের যন্ত্রনায় দিশে হারা তখন এমন গুজব সত্যিই মানুষকে অবাক করেছে। যে গুজবের কারণে শুধু মানুষই কষ্টের স্বীকার হয়নি।
বরং বনের থানকুনি লতার চরম ঘাটতি দেখা দিয়েছে।ঝিকরগাছার শতশত মানুষ জানিয়েছে যখন থানকুনি পাতা পাওয়া যায়নি তখন লতা তুলে তা রস করে পান করতে দেখা গেছে অনেককে। এলাকার সচেতন মহল এ ধরণের গুজব ছড়ানো কারিদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সকলকে এধরণের গুজব থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।