গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন পরিস্থিতিতে সারা বাংলাদেশের ন্যায় আজ গোবিন্দগঞ্জ উপজেলার ১০০১ টি মসজিদের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুদান বাবদ নগদ পাঁচ হাজার টাকার অর্থ বিতরন অনুষ্ঠান প্রধান অতিথি- ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মানোয়ার চৌধুরী ঢাকায় থাকার কারনে মোবাইল কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল মজিদ সহ সকল মসজিদের ইমাম ও সভাপতি বৃন্দ।