মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই বাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় চার তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।
৮ই মার্চ রবিবার দুপুরে নাম ফলক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ এর সভাপতি নেছার আহমেদ,বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু মিয়া চৌধুরী’র সভাপতিত্বে এবং কমিটির সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী।
আরো বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী এনায়েত মোঃ সিরাজ, সিলেট বারের এপিপি এডভোকেট সাইফুর রহমান,সহঃ প্রকৌশলী মোঃ শামীম,সাবেক সভাপতি লতিফুর রহমান,প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,খালিছুর রহমান।
উপস্থিত ছিলেন প্রবাসী আলহাজ্ব সুন্দর মিয়া, দাতা সদস্য জাবেদ রনি আহমেদ,আব্দুল্লাহ মোঃ মুন্না,হাজী লতিফ মিয়া,ইউ/পি সদস্য কাদির মিয়া,বিজন কুমার দেব প্রমুখ।