সিলেটের গোলাপগঞ্জে এক ব্যক্তির মস্তকহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফুুুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশে এ লাশটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় একজন কৃষক হাজীপুর ঘনশ্যাম গ্রামের সুরমা নদীর পাশের ডোবায় মস্তকবিহীন অর্ধগলিত একটি লাশটি দেখতে পান।
তাৎক্ষণিক তিনি এলাকাবাসি ও জনপ্রতিনিধিকে অবগত করলে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এস আই হেলাল আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।