দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাংবাদিকদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ, লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষ থেকে উপজেলার ২২ জন সাংবাদিকের মাঝে নগদ অর্থ ও নিজ উদ্যোগে অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করেন ঘোড়াঘাট উপজেলা অনলাইন প্রেসক্লাবের সম্পাদক ইফতেখার আহমেদ বাবু।
এ সময় ঘোড়াঘাট উপজেলা ট্যাগ অফিসার মোঃ তোফায়েল আহমেদ সহ উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।