চাঁদপুরে বেড়েই চলছে করোনা রোগী। আজ ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসার পরে রোগীর সংখ্যা দাঁড়ালো একশো ১১। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন, চাঁদপুর।
করোনা আতঙ্কের মধ্যে নতুন করে আরো ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসার পরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাঁদপুর বাসীর মধ্যে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৩শো ৫৮ জনের। এরমধ্যে রিপোর্ট এসেছে ১১শো ২৯ জনের। নতুন ১৪ জন নিয়ে রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১১. রিপোর্ট পেন্ডিং আছে দুইশো ২৯ জনের।
বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। উল্লেখ্য চাঁদপুরে করোনায় মারা গেছে এখন পর্যন্ত ১০ জন। বর্তমানে চাঁদপুর আইসোলেশন সেন্টারে ৬২ জনের মধ্যে আটজন চিকিৎসাধীন আছে, বাকি ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এবং হোমকোয়ারাইন্টিনে থাকা তিন হাজার ছয়শো ৬৩ জনের মধ্যে বর্তমানে আছে ৪৫ জন।
তথ্যগুলো নিশ্চিত করেছে ডাঃ মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, সিভিল সার্জন, চাঁদপুর।