চিড়িয়াখানা বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক নরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য জনাব জিন্নাত আলী ভূঁইয়া, নরুল ইসলাম,নজরুল ইসলাম, তানহা মিয়া। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার ছাত্রনেতা তানজিব আনাফ,,সানি,লিটন, রাজু, প্রমুখ।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ গণ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও যেমন খুশি তেমন সাজসহ বিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।