সিলেট সদর উপজেলার ৩ নং খাদিম নগর ইউনিয়নের এয়ারপোর্ট থানার মানুষকে করোনার হাত থেকে বাচার জন্য বিভিন্ন দিক নিদের্শনা দিয়ে ৩ নং খাদিম নদর ইউ/পি চেয়ারম্যানর মাইকিং করে সতর্কতা মূলক সচেতন করছেন।
৩ নং খাদিমনগর ইউ/ পি চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন এলাকার মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন এলাকায় সচেতনতা মাইকিং করে মানুষকে সচেতন করছেন।
মাইকিং এর মূল উদ্দেশ্য চিল গ্রামের মানুষকে এই ভাইরাস থেকে সুরক্ষা করা।
মাইকিংয়ে বলা হয় বিনা কারণে ঘর থেকে বাহির না হওয়া, গন সংযোগ এরিয়ে চলা, হেন্ডশেব থেকে বিরত থাকা,কারো সাথে কুলাকুলি না করা, যেখানে সেখানে থুতু না পেলা ময়লা আবর্জনা সুরক্ষিত ডাস্টবিনে পেলা ইত্যাদি ।
তাছাড়া মাইকিংয়ে করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে মানুষকে সচেতন করা, যেমন হাচি,কাশি,জর নিউমোনিয়া হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া।
শুধু হাচি কাশি জর হলে যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত তা নয়।
করোনায় আতঙ্কিত না হয়ে জনগণকে সাথে নিয়ে এই মহামারি ভাইরাসের মোকাবেলা করা পরিস্রুতি নেয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
এবং কোয়ারান্টাইন কি,হোম কোয়ারান্টাইন, ও আইসোলেশন সম্পর্কে মানুষকে সচেতন করে বলেন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই মহামারি থেকে পরিবার নিজে সমাজ ও দেশকে কে রক্ষা করা আমাদের দায়িত্ব।