যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইউ.এ মোবাইল এন্ড ইলেকট্রনিক্স এর আয়োজনে সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত।
খেলায় মোট ৮টি দল অংশ গ্রহণ করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে খেরাটি চলে। খেলায় বেনাপোল রাহাত ট্রেডার্স একাদশ চ্যাম্পিয়ান ও কুলি ভলিবল একাদশ রানার্স আপ হয়েছে।
চৌগাছা ভলিবল একাদশের সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও তরুন সমাজ সেবক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল, জেলা ভলিবল ফেডারেশনের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদ আহমেদ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আখেরুজ্জামান সান্টু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। খেলায় বেনাপোল রাহাত ট্রেডার্স একাদশ চ্যাম্পিয়ান ও কুলি ভলিবল একাদশ রানার্স আপ হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।