যশোরের চৌগাছায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জহুরুল ইসলাম (৩৮) উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ছোট আন্দুলিয়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ জানতে পারে উপজেলার সীমান্তবর্তী গ্রাম মাকাপুর ও বল্লভপুর গ্রাম দিয়ে মাদকের একটি বড় চালান অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মাকাপুর-বল্লভপুর গ্রামে অবস্থান নেয়। পুলিশের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসাীয় পুলিশের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। নিজেদের রক্ষা করতে থানা পুলিশ ও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসীয়রা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে।
এ সময় লাশের পাশ থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি পিস্তল সহ গুলির খোসা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জহুরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রায় ১০টি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।