করোনার ছুটিতে গ্রামের বাড়ি মানিকগঞ্জ এসে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম(২৬)।
নিখোঁজ সাইফুর ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের তাহাজ উদ্দিনের বড় ছেলে।
গত শুক্রবার(২৭মার্চ) রাত থেকে সাইফুল নিখোঁজ বলে,তার ছোট ভাই সফিকুল ইসলাম থানায় সাধারণ ডায়রী করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুর আলম জানান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলামের নিখোঁজের বিষয় তার ছোট ভাই সফিকুল ইসলাম সাধারণ ডায়রী করেছেন।তার সন্ধানের চেষ্টা অব্যহত আছে বলেও জানান তিনি।