সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
সরজমিন দেখা যায়, কয়েক টুকরো বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। যাতে কোন যানবাহন চলাচল করতে না পারে।
এ সময় অনেক পথচারি বলেন, উপজেলার রাস্তা থাকার কারণে আমরা বাজার থেকে শট পথে রিক্সা দিয়ে আসতে পারি। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাস্তা বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, রিক্সা, অটোরিকশা, চলাচল করতে পারেনা।
এই বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহফুজুল আলম মাসুম বলেন,এটা উপজেলার রাস্তা,যানবাহন চলাচল নিষিদ্ধ এই রাস্তা দিয়ে।