জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যানের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
১৩ মার্চ (মঙ্গলবার) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও ময়নামতি শালবন বিহার ঘুরে এলো শিক্ষার্থীরা।
এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন জেলা ছাত্র সংগঠন এর সভাপতি আব্দুস সামাদ (জুয়েল), সাধারসম্পাদক মাসুম বিল্লাহ সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এই বিষয়ে সভাপতি আব্দুস সামাদ (জুয়েল) বলেন,আমরা প্রতিবছরের ন্যায় এবছরও চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে বার্ষিক শিক্ষাসফরের আয়োজন করেছি।সকলে একত্রে মিলিত হওয়ার মাধ্যম আমাদের এই সংগঠন।
সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ বলেন, আমরা ছাত্রকল্যাণের বিভিন্ন আয়োজনে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা একত্রিত হই।বার্ষিক শিক্ষাসফর ছিল তারই একটি অংশ।
শুক্রবার সকালে রওয়ানা হয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পৌছে বিভিন্ন স্থান পরিদর্শন করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পরিদর্শন শেষে কোটবাড়ি কাশবন রিসোর্টে প্রীতিভোজ শেষ করে। পরে শালবন বিহার ও ময়নামতি পরিদর্শন করেন শিক্ষার্থীরা। সেখানে বিহারটির পুরাতাত্ত্বিক বিষয় পরিদর্শন শেষে লটারি ড্র অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে সফরের দলটি।