সুনামগঞ্জের জামালগঞ্জে ২ কিশোরী করোনাযুদ্ধে জয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে আইসোলেশন থেকে মুক্তি দিয়ে নিজ বাড়িতে পাঠিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্তদের নেগেটিভ রিপোর্ট আসায় তাদের করোনা ওয়ার্ডের আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখন আক্রান্ত দুজনেই সুস্থ আছে। এবং দুজনেই পূর্বের মতো আবার নিজ কর্মে আতœনিয়োগ করতে পারবেন।
করোনাযুদ্ধেদের জয়ীদের মধ্যে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন আইসোলেশনে ছিলো। তাদের মধ্যে দুই কিশোরী করোনা জয়ী হয়ে বাড়ি ফিরেছেন। তাদের দুজন জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিন কামলাবাজ গ্রামের বাসিন্দা। অপর জন জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মী আইসোলেশনে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনউদ্দীন আলমগীরের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত দেব, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, কৃষি অফিসার মোঃ আজিজল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন প্রমূখ।