সুনামগঞ্জের জামালগঞ্জে করোনা আক্রান্তদের বাড়িতে দ্রুত সুস্থ হয়ে উঠার প্রত্যাশায় ইউএনও’র মমতার পরশ ফলমূলের কার্টুন উপহার ।
কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হোমকোয়ারেন্টে থাকা স্বাস্থ্যকর্মীসহ আরো দুই রোগীর বাড়িতে উপহার স্বরূপ ফলমূল পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত দেব।
রোববার বিকেলে বিভিন্ন প্রকারের ভিটামিন-সি সমৃদ্ধ হরেক রকম ফলমূল দিয়ে সাজানো উপহার সামগ্রীর মমতার পরশ কার্টনটি আক্রান্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। যাতে রয়েছে রোগীদের খাওয়ার জন্য মালটা, আপেল, লেবু, কলা, লবঙ্গ, তরমুজসহ নানা উপহার সামগ্রী।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিশ^জিত দেব যুগান্তরকে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে করোনায় আক্রান্ত হোমকোয়ারেন্টে থাকা ব্যক্তিদের দূ;সময়ে সময়ে সাধারণত সাহস হারিয়ে ফেলেন। সঠিকভাবে নিয়ম-কানুন পালনসহ তাদের মনোবল বৃদ্ধির জন্যই আমার এই উদ্যোগ।
মহৎ উদ্যোগ, মহৎ কাজ।