সুনামগঞ্জের জামালগঞ্জে ঝড়ে আকাশীগাছ ভেঙে পড়ে সাবিকুন নাহার (৩৭) নামের এক বিধবার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর কামলাবাজ ধানুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাবিকুন নাহার উপজেলার উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী।
স্থাণীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিধবা সাবিকুন নাহার গ্রামের পাশে ভারিচরের বোরো জমিতে ধানের ডাটা কাটতে গিয়েছিলেন। হঠাত করে প্রচন্ড ঝড়ো হাওয়া শুরু হলে দৌড়ে বাড়ি আসার পথে আব্দু মিয়ার বাড়ির পাশে রাস্তার পাশের আকাশীগাছ ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হন। প্রতিবেশিরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো.রজব আলী বিধবা মহিলা গাছে চাপা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান- একজন মহিলা পাশের হাওরে ধানের ডাটা কাটতে হাওরে গেলে ঝড়ে দৌড়ে বাড়ি আশার পথে গাছ ভেঙ্গে পড়ে মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
খুবই দুঃখজনক আল্লাহ্ এই মহিলার পরিবারের সকল কে ছবর করার তাওফিক দেন আর মহিলা কে জাননাত বাসী করুন আমিন আমিন।