বঙ্গবন্ধুর জম্মশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার গৃহহীন ও ভূমিহীনদের ঘর ও খাস জমি প্রদানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা পাল।
এ সময় সাথে ছিলেন- জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এডিএম রুহুল আমিন, তহসিলদার মিহির চক্রবর্তী ও জারিকারক দীলিপ দেবসহ সাচনা বাজার খাস জমির জন্য আবেদনকারীবৃন্দ উপস্থিত ছিলেন।