জামালপুরের দেওয়ানগঞ্জে চরভবসুরে ঠোটাপাড়ার ৪০ বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ জনে পৌঁছল।
স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ৩৩ জনের মধ্যে বুধবার ১৫ এপ্রিল নতুন করে একজনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে বলে জামালপুর সিভিল সার্জনকে নিশ্চিত করেছেন ময়মনসিংহের মাইক্রোবায়োলজি বিভাগ।
জামালপুর সদরে ১, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ৩, মেলান্দহে ২, মাদারগঞ্জে ৩, সরিষাবাড়িতে ১ ও ইসলামপুরে ৪ জনের মধ্যে আগেই দুই নারীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, আক্রান্ত ব্যক্তিকে রাতেই জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে নিয়ে আসার জন্য টিমকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, জামালপুরে ১৫ এপ্রিল এ ৩৩ জনের নমুনার প্রতিবেদনে আরও ১ জনের করোনা ভাইরাসে সংক্রমণ সনাক্ত হয়েছে।
এ পর্যন্ত মোট সনাক্ত ১৬ জন (মেলান্দহে ২, মাদারগঞ্জে ৪, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ৩, ইসলামপুরে ৪ ও জামালপুর সদরে ১) জন।
মোট হোম কোয়ারান্টাইনে ৮৩৪ জন, মোট ছাড়পত্র ৬৬৩ জন, প্রতিবেদন প্রকাশ সময় পর্যন্ত মোট আইসোলেশনে ১৩ জন। মোট মৃত ব্যক্তির নমুনা সনাক্ত ইসলামপুরের ২ জন। এ পর্যন্ত মোট ৩৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।